যেভাবে কাটাতে পারেন ঈদের দিনটি

প্রথম প্রকাশঃ জুলাই ১৭, ২০১৫ সময়ঃ ২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

মুনওয়ার আলম নির্ঝর

eid final 2এক মাস সিয়াম-সাধনার পর আসে ঈদ। সাধারণৎ এই দিনটিকে আলাদাভাবে উদযাপন করার ইচ্ছা থাকলেও দিন শেষে দেখা যায় কিছুই করা হয়নি। শুয়ে-বসেই দিন শেষ হয়ে গেছে। তবে যদি একটা সুন্দর পরিকল্পনা করে রাখেন আগে থেকেই তাহলে অনেক সুন্দরভাবেই কাটাতে পারেন আপনার ঈদের দিনটি।

প্রতিক্ষণ ডট কমের পাঠকদের জন্য চেষ্টা করছি একটি সুন্দর ঈদের দিন কাটানোর ধারনা দেয়ার।

ঘুম থেকে উঠে গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নামাজে যাবেন। নামাজ শেষ করে সবার সাথে কোলাকুলি করে কিছু সময় গল্প করে বাসায় ফিরতে পারেন। বাসায় ফিরে হাল্কা নাস্তা করে যেতে পারেন আত্মীয়-প্রতিবেশীর বাসায়।

দুপুরে খাওয়া-দাওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়ে বিকালে আয়োজন করা যেতে পারে একটি ক্রিকেট ম্যাচ কিংবা অন্য যেকোন খেলার। যা আপনার ঈদের বিকেলটিকে করে তুলবে অনেক সুন্দর। তাছাড়াও পারেন এলাকার অসহায় ও দরিদ্র মানুষগুলোকে নিয়ে বিশেষ কোন কিছু আয়োজন করতে।

সন্ধ্যার পর সময়টা বন্ধুদের সাথে আড্ডা মেরে এবং আত্মীয়-বন্ধ্যদের বাড়িতে ঘুরেই কাটাতে পারেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G