যেভাবে চালু হল ডিএসই
নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর অফিসের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে অনেকক্ষণ বন্ধ থাকার পর চালু হয়েছে ডিএসই। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অন্যান্য দিনের মতো ০.৪৩ পয়েন্ট সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে।
এদিকে বৃহস্পতিবার ক্রয়কৃত শেয়ার আগামীকাল সোমবার ম্যাচিউরড (বিক্রয়যোগ্য) হবে। যদি আজ ডিএসইতে লেনদেন না হতো তাহলে ক্রয়কৃত শেয়ার ম্যাচিউরড হতো না। অন্যদিকে সিএসইতে বৃহস্পতিবারের ক্রয়কৃত শেয়ার সোমবার ম্যাচিউরড হবে। সেক্ষেত্রে আজ ডিএসইতে লেনদেন না হলে দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে সময়ের ব্যবধান তৈরি হতো। এতে উভয় স্টক এক্সচেঞ্জের মধ্যে লেনদেনের সমস্যা সৃষ্টি হতো। যদি ডিএসইতে লেনদেন নাও হতো তাহলে অন্তত সেটেলমেন্ট সাইকেল চালু করতে হতো।
এসব বিষয় বিবেচনায় দীর্ঘক্ষণ পর হলেও ডিএসইতে সিঙ্গাপুর অফিসের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে লেনদেন চালু করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর