যেসব মিসকল এলে ভুলেও কল দেবেন না

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৪:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

1424251748834_78886রাত ১টা ০৭ মিনিটে তানজুমের মোবাইলটা হটাৎ বেজে উঠে। একটি কি দুটি রিং বাজলো। ঘুমের মধ্যে ধরতে ধরতেই কেটে গেলো কলটা। গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছিল তার কাছে কলটি। যে  নম্বর থেকে কলটি এসেছিল তার কোড ছিল +২১৬। পরে ওই নম্বরে কল ব্যাক করল সে। অপর পাশ থেকে অপরিচিত কেউ কথা বললেও অবাক হতেন না। কেউ একজন ফোনটা ধরলেন, কিন্তু টু শব্দ করলেন না। কিছুটা বিরক্ত হয়ে কলটা কাটতেই দেখা গেলো, তার প্রিপেইড অ্যাকাউন্ট থাকা ৮৭ টাকার এক পয়সাও নেই। প্রায়ই  ঘটছে এমন ঘটনা। আর তার অনুসন্ধানে বেরিয়ে এলো প্রতারণার ফাঁদ।

‘ওয়ান রিং স্ক্যাম’ নামে একটা প্রযুক্তি আছে। যার মাধ্যমে যিনি কল করছেন, তিনি অটোমেটিক ডায়াল অপশন ব্যবহার করেন। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আন্দাজে একের পর এক নম্বরে ডায়াল করা হয় এবং রিং বাজলেই কেটে যায় ফোন। স্বাভাবিকভাবেই অপরিচিত এবং ভিন্ন ধাঁচের নম্বর থেকে কল এলে তা গুরুত্বপূর্ণ বলে মনে হতেই পারে আপনার কাছে।

কিন্তু যখনই আপনি ফিরতি কল করছেন, তখনই উচ্চ রেটের আন্তর্জাতিক হটলাইনের সঙ্গে যুক্ত করা হচ্ছে আপনাকে। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের কোনো সাইটের সঙ্গে সংযোগ ঘটে। কল করার পর অন্যপাশ থেকে তা রিসিভ হবে। কিন্তু কোনো বিশেষ মিউজিক শুনতে পাবেন অথবা কোনো শব্দই পাবেন না। এসব কল রিসিভ হওয়ামাত্রই শুধু হাইরেটে অর্থই কাটবে তা নয়, যতক্ষণ আপনি অপেক্ষায় থাকবেন আপনার অ্যাকাউন্ট ফাঁকা হতেই থাকবে।

আফ্রিকা ভিত্তিক কয়েকটি দল এসব কলের মাধ্যমে ফোনের অর্থ ও স্টোরেজ থেকে ডেটা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ব্যবহারকারীদের সচেতন হতে হবে।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G