যে শহরে একটাই বাড়ি

প্রকাশঃ জুন ৩০, ২০১৬ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

272894D300000578-3019575-image-a-5_1427801224646

শহর মানেই সারি সারি বাড়ির সমাহার। এতদিন আমরা এমনটাই জেনে এসেছি। কিন্তু কী অদ্ভূত ব্যাপার! মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরে রয়েছে মাত্র একটি বাড়ি!

এই শহরের বাসিন্দারা সবাই একই ছাদের নীচে থাকেন। তাদের অফিস, বাজার, স্কুল-কলেজ সব কিছুই ওই একটি বাড়ির ভিতরেই। কারণ ওই শহরে বাড়ির সংখ্যা  যে ঐ একটাই।

হুইটিয়ার শহরের বাসিন্দার সংখ্যা ২২০। তারা সকলেই একটিমাত্র বাড়িতে থাকেন। ১৪ তলা এই বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। কেবল ২২০ জনের বাসগৃহ নয়, এই বাড়িটির ভিতরে আফিস, থানা, বাজার— সবই রয়েছে। তেমন দরকার না পড়লে বাসিন্দারা কেউ বাড়ি থেকেই বের হন না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বেগিক টাওয়ার নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে। ১৯৬৯ পর্যন্ত বাড়িটি সরকারের অধিকারেই ছিল। ওই বছর সেটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। আজ ঐ শহর অর্থ্যাৎ বাড়িটিতে যারা বাস করেন, তারা প্রত্যেকেই সামরিক অফিসিয়ালদের বংশধর।

তবে এই শহরে একজন ব্যাতিক্রম রয়েছেন। তার নাম পল। তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা গেড়েছেন একটি মোবাইল-বাড়িতে। কিন্তু বাজার করতে তাকে প্রবেশ করতেই হয় ঐ টাওয়ারে। তাই তার গাড়ি-বাড়িকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ার ঘেঁষেই।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G