রংপুরে ধানের বাম্পার ফলনের আশাবাদ
জেলা প্রতিবেদক
রংপুরের এখন যেদিকেই দু’চোখ যায় শুধুই সবুজাভ ধান আর ধান। ক’দিন পরেই শুরু হবে কাটা, মাড়াই আর নবান্নের উৎসব। সবকিছু মিলে কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। আর কৃষি বিভাগও আশা করছে ধানের বাম্পার ফলনের।
দু’দফা বন্যার পরও রংপুরের মাঠে মাঠে এখন শুধুই ধান। ক’দিন পরই পরিণত হবে সোনালী ধানে। শুরুতে বন্যায় খানিকটা ক্ষতি হলেও পরবর্তীতে পুনঃ রোপণ এবং সার কীটনাশকসহ সর্বোপরি আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।
ষড় ঋতুর মতই প্রতিদিন রং পাল্টাচ্ছে সবুজাভ এই ধান। আর এতেই রং লেগেছে কৃষকের মনে। তারা এখন প্রস্তুতি নিচ্ছেন নবান্ন উৎসবের। ভাল ফলনের আশা করলেও দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। আর এ জন্য সঠিক মূল্য নির্ধারণের দাবি তাদের।
শুরুতে অতি বৃষ্টির কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আমনের আবাদ হলেও বাম্পার ফলন আশা করছে কৃষি বিভাগ। জেলায় এবার ১ লাখ ৫৯ হাজার ৪শ’ ৩ হেক্টর জমিতে ৪ লাখ ৩৪ হাজার ২শ’ ৫৩ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
প্রতিক্ষণ/এডি/বিএ