রং বাহারি নীল-পানগির্দি
প্রতিক্ষণ ডেস্ক
নিরাভরণ নিলাস্পদ নীলের ছোঁয়ায় এক কোমল নয়ন তীর্থ কাকসম প্রতীক্ষারত
যেন সদা লাজ ভঙ্গে জল ভরা অঙ্গে নিরেট কালো ছলছল উদাস করা দুপুরো সঙ্গে
কে যেন তাহারে চায়, কী যেন সে নিভৃতে নিদারুণ ভঙ্গিমায় আকুল হৃদয়ে নির্জন নিলীমায় ব্যাকুল হয়ে নীলাকাশে খুঁজিয়া বেড়ায়।
কোথায় সে কোথায়?
এত অপরূপ রুপের ডালি ছড়ানো রয়েছে যার সারা অঙ্গে; তাকে বারবার দেখেও কি এ দু নয়ন ভরেছে? স্রষ্টার অপূর্ব সৃষ্টি অসংখ্য সুন্দর পাখির মেলায় এ একজন নয় মাত্র। সমস্ত পৃথিবীর সুন্দর ফুলের ভীড়ে আরও এক লুকায়িত সৌন্দর্য এই পাখপাখালীর মেলায় খুঁজে পাওয়া যায়।
সারা শরীরে নীলের আবরণ। তবে গলা ও মাথায় কেউ যেন সাদা গয়না পড়িয়েছে। আর সৌন্দর্য বাড়াতে কোমরে লাগিয়েছে লাল ফিতা। লাল,নীল আর সাদার এ যেন অপরূপ সংমিশ্রণ। চোখ ছোট হলেও কি যেন মায়ায় আচ্ছন্ন করে রেখেছে। দেখে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষার প্রহর গুনছে ছোট্ট পাখিটি।
ছোট-সুন্দর এ পাখিটি হলো নীল-পানগির্দি। তবে এ পাখির গায়ে সাদা পালক সাধারণত চোখে পরেনা। সম্ভবত তরুণ এ পাখিটি পালক বদলাচ্ছে (molting)। পালক বদলানোর সময় অনেক পাখিকে একেবারে বিদ্ধস্ত দেখায়; তারা যেন সব সৌন্দর্য হারিয়ে ফেলে। কিন্তু সুদর্শন এ তরুণের প্রতি প্রকৃতি সদয়; নীলের মধ্যে সাদা পালক তাকে আরও আকর্ষণীয় করেছে আমাদের চোখে। স্ত্রী পানগির্দির চোখে নিশ্চয়ই তা নয়; হলে তো কালক্রমে সাদা পালকই স্থায়ী হয়ে যেত।
প্রতিক্ষণ/এডি/ এল জেড/ শাআ