নিজস্ব প্রতিবেদক:
অনুষ্ঠিত হয়ে গেল যৌথ প্রযোজনার রকেট ছবির মহরত অনুষ্ঠান। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেতা সোহম।
ছবিটির প্রযোজনায় আছে এদেশের কিবরিয়া ফিল্মস এবং ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া। কলকাতার রাজা চন্দ পরিচালনা করবেন ছবিটি। শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলে জানান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।
সোমবার সন্ধ্যায় আয়োজিত মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং রকেট ছবির কলাকুশলীরা।
প্রযোজক-পরিচালক সূত্রে জানা গেছে, সোহম-মিম জুটির অ্যাকশনধর্মী এই ছবির দৃশ্যধারণ শুরু হচ্ছে ২২ জুলাই থেকে ভারতের বিভিন্ন স্থানে।