রঙ্গিন দ্বীপ বুরানো

প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

102

ইতালির উত্তর প্রান্তের একটি দ্বীপ বুরানো। দ্বীপটির জনসংখ্যা প্রায় ২৮০০ জন। দ্বীপটিতে থাকা বিভিন্ন বাড়িগুলোর কারণেই এটি হয়ে উঠছে অপরূপ সৌন্দর্য আর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানকার সব বাড়িগুলোই বিভিন্ন ধরনের রঙে রঙ করা। অনেক প্রাচীন কাল থেকেই বাড়িগুলোকে এমন রঙিন করে রাখার প্রথা প্রচলিত। 171
এই দ্বীপের কোন বাড়িতে নিজের মতো রঙ করতে পারবেন না কেউই। বাড়ি রঙ করার ব্যাপারে এখানে মানা হয় নিয়ম। এক্ষেত্রে নিয়মানুযায়ী, কেউ যদি তার বাড়ি রঙ করতে চায়, তাহলে তাকে অনুমতিপত্র লিখে পাঠাতে হবে সরকারের অনুমোদনের জন্য। 223

এরপর সরকারের পক্ষ্য থেকে জানানো হবে, বাড়িটিকে কোন রঙ করা হবে। ব্যতিক্রমী এই নিয়মটির কারণ সর্ম্পকে জানা যায়, এই দ্বীপের বাড়িগুলো বিভিন্ন লটে বিভক্ত। এই দ্বীপটি একটি দর্শনীয় স্থান এবং নির্দিষ্ট নিয়মে চলার কারণে কোন লটের বাড়িতে কি রঙ করা হবে তা সরকার নির্ধারণ করে দেয়। 152
এই দ্বীপের আশেপাশে আরোও তিনটি দ্বীপ রয়েছে। একটি ব্রিজের মাধ্যমে এই তিনটি দ্বীপের সাথে বুরানো দ্বীপের সংযোগ স্থাপন করা হয়েছে। প্রতিদিনই দেশ-বিদেশের অসংখ্য দর্শণাথীর সমাগম হয় রঙিন এই দ্বীপে।        221

 

প্রতিক্ষণ/এডি/এস. টি.

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G