রদ্রিগোর বিরূপ মন্তব্যের কারণে বৈঠক বাতিল

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৬ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৪ অপরাহ্ণ

87562আপত্তিকর মন্তব্যের জেরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বৈঠক বাতিল হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের লাওস সম্মেলনের ফাঁকে এ দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।

আসিয়ান সম্মেলন উপলক্ষে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ছাড়াও বহির্বিশ্বের কয়েকজন রাষ্ট্রপ্রধান লাওসে অবস্থান করছেন। চীনের হাংজুতে জি-২০ সম্মেলন শেষে লাওসে যান মার্কিন প্রেসিডেন্ট।

ফিলিপাইনের মাদকচক্রের সদস্যদের বিচারবহির্ভূত হত্যার বিষয়ে ওবামা-রদ্রিগোর বৈঠক হওয়ার কথা ছিল। এমন হত্যার অনুমোদন দিয়ে বিতর্কিত হয়েছেন ফিলিপাইনের কট্টরপন্থী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

স্থানীয় সময় সোমবার লাওসের উদ্দেশে রওনা হওয়ার আগে ফিলিপাইনের ম্যানিলায় এক ভাষণে বারাক ওবামাকে ‘অসতী নারীর সন্তান’ বলে মন্তব্য করেন রদ্রিগো দুতের্তে।

ঐ ভাষণে রদ্রিগো দুতের্তে আরো বলেন, জুনে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ফিলিপাইনে মাদকবিরোধী অভিযান চলছে, যেখানে দুই হাজার ৪০০ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত নিহত হয়েছে। সর্বশেষ মাদক ব্যবসায়ীকে হত্যা না করা পর্যন্ত এ অভিযান চলবে।

পরে এক বিবৃতিতে নিজ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে রদ্রিগো দুতের্তে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি এটি ব্যক্তিগত আক্রমণ হয়েছে। এ জন্য তিনি অনুতপ্ত।

ফিলিপাইনের প্রেসিডেন্টের অপত্তিকর মন্তব্যের পর পরই বারাক ওবামা কর্মকর্তাদের বলেন, এমন সময় খুঁজে বের করুন, যখন গঠনমূলক ও কার্যকর আলোচনা হতে পারে। পরে ওবামা ও রদ্রিগোর মধ্যে বৈঠক বাতিল করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ফিলিপাইনের প্রেসিডেন্টের পরিবর্তে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ওবামা।

======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G