রনির গুলিতেই জোড়া খুন: মনিরুল
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন দলের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বন্দুকের গুলিতেই রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
শুক্রবার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি জানান, সিআইডির ব্যালাস্টিক পরীক্ষায় দেখা গেছে, ভিকটিমদের গায়ে পাওয়া গুলি ও রনির পিস্তল একই ক্যালিবারের। রনির লাইসেন্স করা পিস্তল থেকেই গুলি বেরিয়েছে বলে প্রমাণিত হয়েছে।
তিনি আরো বলেন, রনিকে রিমান্ডে নিতে আবারও আবেদন করা হবে। পরে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হবে।
মনিরুল ইসলাম বলেন, নিহত অটোরিকশাচালক ইয়াকুব আলীর শরীর থেকে উদ্ধার করার সময় গুলিটি ভেঙে যায়। ভাঙা গুলির পয়েন্ট ৩২ বোরের। বখতিয়ার আলমের কেনা গুলিও একই বোরের। আর রিকশাচালক হাকিমের পেট দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। তার শরীরে কোনো গুলি পাওয়া যায়নি।
বখতিয়ারের বন্ধু কামাল মাহমুদ, মো. কামাল ওরফে টাইগার কামাল এবং জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দিতে তারা বলেছেন, ঘটনার দিন রাত দেড়টার দিকে তারা সোনারগাঁও হোটেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন।
আদালতে কামাল জানায়, রাত পৌনে দুইটার দিকে নিউ ইস্কাটনে এলএমজি টাওয়ারের সামনে পৌঁছালে গাড়ি যানজটে আটকে যায়। এতে অসহ্য হয়ে বখতিয়ার পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি ছোড়েন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাজধানীর ইস্কাটনে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুলিবিদ্ধ হয়ে দুজনেই মারা যান।
প্রতিক্ষণ/এডি/নূর