রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার,লক্ষ্য ২০২১

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

tofayelআগামী ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় তৈরি পোশাকশিল্পে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

রোববার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা ও সমালোচনা উপেক্ষা করে আমরা তৈরি পোশাক শিল্পের রফতানি ধরে রেখেছি।

এ সময় তিনি বাংলাদেশকে নিয়ে সমালোচকদের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা পরবর্তীতে যারা বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিল, তারাও এখন বলতে বাধ্য হচ্ছে, বাংলাদেশ ‘উন্নয়নের রোল মডেল’।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া অধিকাংশ উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত কোটায় পণ্য রফতানি করে যাচ্ছি। চীন, ভারতসহ বিভিন্ন উন্নত দেশে কোটামুক্ত, শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে, তা ভবিষ্যতে মাইল ফলক হিসেবে কাজ করবে। এতে তৃতীয় দেশে পণ্য রফতানিতে উভয় দেশই ভূমি ব্যবহারের সুযোগ পাবে। রফতানিতে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিপিটি বাস্তবায়ন হলে ভিয়েতনামের মতো আমরাও যুক্তরাষ্ট্রে ডিউটি-ফ্রি পণ্য রফতানি করতে পারবো। তৈরি পোশাকশিল্পে আমরা একটু যত্নবান হলে এটা সম্ভব।

মন্ত্রী দাবি করেন, রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। কিছুদিনের মধ্যে ৩ বছরের জন্য রফতানি-আমদানি নীতি করা হবে।

 প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G