রমজানে দ্রব্যমূল্য বাড়বে না
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজানে চাহিদার তুলনায় মজুদ অনেক বেশী রয়েছে তাই পণ্যের সরবরাহে ঘাটতি হবেনা আর দামও বাড়বেনা বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে ইটিভি কনফারেন্স রুমে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের মজুদ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আপনারা আগে যেভাবে সহযোগিতা করেছেন, এবারো সেভাবে সহযোগিতা করবেন। আগে যেমন বাজার স্থিতিশীল রেখেছিলেন, এবারো ঠিক সেভাবে স্থিতিশীল রাখবেন। পণ্য মজুদ করে দাম বাড়াবেন না। চিনির দাম যাতে ৪০ টাকার ওপর না যায় সেটা খেয়াল রাখবেন। অন্যান্য পণ্যও সাধারণের হাতের নাগালে রাখবেন।
শুধু রমজান মাসেই নয় সারা বছর পণ্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখারও আহবান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল।
গত বছরের চেয়ে এবার মজুদ বেশি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের চেয়ে মজুদ বেশি, আন্তর্জাতিক বাজারে দাম কম। ফলে রসুন বাদে দেশীয় বাজারে পণ্যের দাম কম। চাহিদার চেয়ে মজুদ বেশি সে কারণে কৃত্রিম সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
প্রতিক্ষণ/এডি/নূর/বাদল