রহস্যময় প্রাণীজগত

প্রকাশঃ অক্টোবর ৬, ২০১৬ সময়ঃ ১১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২০ অপরাহ্ণ

বিশাল সমুদ্রের মাঝে লুকিয়ে আছে ছোট-বড় অসংখ্য প্রাণী। আবার ঘন জঙ্গলের মধ্যে কতশত প্রাণীর বাস তারও ইয়ত্তা নেই। যেমন রহস্যময় সাগর ও জঙ্গল, তেমনি সেখানে বসবাস করা প্রাণীকুল।

যুগে যুগে পরিচিত-অপরিচিত এসব প্রাণীর রহস্য ক্যামেরায় তুলে আনতে চেয়েছেন আলোকচিত্রীরা। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে কখনও তাদের বিশালতা আমাদের বিস্মিত করেছে, কখনও তাদের জীবনযাপন করেছে স্তম্ভিত।

সম্প্রতি কানাডার আলোকচিত্রী পল নিকলেনের তোলা এমনই কিছু ছবি প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। দেখে নিন ছবিগুলো-

seal_lg

          অ্যান্টার্টিকা মহাসাগরে একটি বড় লেপার্ড সিল পেঙ্গুইন শিশু গলাধঃকরণ করছে

polar-bears-paul-nicklen-svalbard

        কানাডার বিরল প্রজাতির ভাল্লুক

tumblr_nd4vchns4c1r38hk2o1_1280

লেপার্ড সিল

penguin-chinstrap-orne-island-ant-ar-34

চিন্সট্রাপ পেঙ্গুইন অর্নে আইল্যান্ড (আন্টার্কটিকে)

 

 

 

প্রতিক্ষণ/এ/ডি/তা.আ.

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G