রাঙামাটিতে আধাবেলার অবরোধ চলছে
সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় আজ সোমবার ভোর ৫টা থেকে জেলায় অর্ধবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এ অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
সকাল থেকে জেলা সদর থেকে দুর পাল্লার এবং অভ্যন্তরীন উপজেলাগুলোতেও কোনো যানবাহন ছেড়ে যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে দোকানপাট খোলা রয়েছে এবং সিএনজি-অটোরিক্সা চলাচলও স্বাভাবিক রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ পালনের খবর পাওয়া গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত শনিবার রাতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবরোধের ডাক দেয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলায় মোটরবাইক চালক নয়ন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে পাহাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
প্রতিক্ষণ/এডি/সাই