পুলিশে সোপর্দের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোহরাওয়ার্দী উদ্যান থেকে: যারা বোমাবাজি, জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করছে তাদের ধরে পুলিশে সোপর্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, সাধারণ মানুষের শান্তির জন্য নিজেদের সোচ্চার হতে হবে। দেশের মানুষ শান্তি চায়। হত্যা, জুলুম, নির্যাতন চায় না। মানুষ শান্তিতে থাক এটা বিএনপি চায় না। মানুষ যখন শান্তিতে তখন অশান্তি বেগমের অশান্তির আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে।
এসময় যারাই বোমাবাজি, জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করছে, দেশের সম্পদ নষ্ট করছে তাদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, মানুষের উন্নত জীবনের জন্য যে কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তা অব্যাহত থাকবে। ১ কোটি মানুষকে আমরা চাকরি দিয়েছি। ২৫ লাখ মানুষ বিদেশে রয়েছে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায়। এগুলো তাদের সহ্য হয় না। ২০২১ সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো তখন মধ্যম আয়ের দেশ হয়ে উঠবে।
যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে, উন্নয়ন এগিয়ে চলেছে, এগিয়ে যাবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।