রাঙামাটিতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ কর্মী নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে রনেশ চাকমা ওরফে সুপ্রিম (৩৫) নামে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ’র এক কর্মী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সাজেক ইউনিয়নের মাচালঙের নন্দারামমুখ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে বাঘাইহাট জোনের একটি টহল দলের ওপর অতর্কিত হামলায় চালায় ইউপিডিএফ-এর একটি সশস্ত্র গ্রুপ। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি করলে সশস্ত্র গ্রুপটি কোণঠাসা হয়ে পড়ে। এতে একজন নিহত হয় এবং সেনাবাহিনী অন্তত তিনজনকে সশস্ত্র অবস্থায় আটক করেছে।
সাজেক থানার ওসি মো. আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্দুকযুদ্ধের পর সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে একটি এসএমজি এবং নিহত সুপ্রিমের দেহ তল্লাশি করে এসএসমজির ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে।
এদিকে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বন্দুকযুদ্ধের কথা অস্বীকার করে জানিয়েছেন, আমরা গণতান্ত্রিক আন্দোলন করি, আমাদের কোনো সশস্ত্র কর্মী নেই, বন্দুকযুদ্ধের তো প্রশ্নই আসে না।
প্রতিক্ষণ/এডি/রক্তিম