রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা পালিত

প্রকাশঃ মে ১০, ২০১৭ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির কাউখালী উপজেলায় বুদ্ধ পুজা, বর্ণাঢ্য র‌্যালী, ধর্মসভা, সীবলী মুর্তি জীবন্যাস, সংঘ দান, অষ্টপরিস্কার দানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্নিমা উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে আজ বুধবার সকালে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার পোয়াপাড়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার থেকে বৈশাখি পূর্নিমার বর্ণাঢ্য র‌্যালী ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

পোয়াপাড়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো বিহারে এসে শেষ হয়। সেখানে বৌদ্ধ ভিক্ষুগণ উপস্থিত পূণ্যার্থীদের ধর্মীয় দেশনা দেন।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার মহাসচিব ভদন্ত নন্দবংশ থের এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত র‌্যালীতে বিহারের দায়ক-দায়িকাগণ ছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

প্রধান আলোচক ছিলেন উত্তমানন্দ বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অজিতানন্দ মহাথের।

এসময় বক্তব্য রাখেন ছোট ডলু বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরু উত্তরা ভিক্ষু, কাউখালী পোয়াপাড়া বৈশাখী পুর্নিমা উদযাপন কমিটির সচিব অমর শান্তি কার্বারী বাবু তপন তালুকদার লক্ষী, কনিষ্ট বড়ুয়া প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G