রাজধানীতে খাবার প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা
রাজধানীতে তিন প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্বাস্থ্যবিভাগ।
সোমবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।
মো. সাইদুর রহমান রুবেল জানান, রাজধানীর বনানীর ১১ রাস্তায় ফ্লোর-৬ রিলোটেড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, মজুদ ও বিক্রয় করায় এর ব্যবস্থাপক মোঃ সেন্টু খানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, একই অপরাধে গুলশান-২ এ ব্লুল এন্ড ব্যারেলস এর ব্যবস্থাপক মোঃ শেখ মিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা, পিঠা ঘর বেহলী এর ব্যবস্থাপক মোঃ ইরফান আলীকে ২০ হাজার টাকা জরিমানা, অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর গাড়ী পাকিং করার অপরাধে মোঃ রয়েল আজিম নামক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও ফুটপাতের উপর বাড়ী তৈরীর নির্মাণ সামগ্রী ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোঃ নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল।
প্রতিক্ষণ/এডি/সাই