রাজধানীতে জামায়াত-শিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বুধবার সকালে মৌচাক, হাতিরপুল, লালবাগের শেখ সাহেবের বাজার, বাসাবো, যাত্রাবাড়ী কলেজরোড, দনিয়া, পুরান ঢাকা, মোহাম্মদপুর, তাজমহল রোড, উত্তরা, কাফরুল ও বনানীতে মিছিল করার খবর পাওয়া গেছে। তবে এসব এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান ও আটক সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ঘোষণা করে দলটি।
বুধবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।
জামায়াত হরতালের কর্মসূচি দিলেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই রাজধানীর সব রুটে যানবাহন চলছে। তবে ব্যক্তিগত গাড়ি কম চলছে।
মঙ্গলবার এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনে দেশবাসীকে আহবান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর