তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা
আন্তর্জাতিক প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
ব্যাপক তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ৮০ মাইল বেগের হ্যারিকেন গতির ঝড় ও ব্যাপক তুষাড়পাতের কারণে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, রোড আইসল্যান্ড ও ম্যাসাচুসেটসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এতে অন্তত এক কোটি লোক দুর্ভোগে পড়েছে।
জরুরি অবস্থা ঘোষিত রাজ্যসহ বোস্টন, ফিলাডেলফিয়াতে গতকাল সোমবার থেকেই জনজীবনে স্থবিরতা নেমে আসে। এসব রাজ্যের স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়।
অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কে সোমবার রাত ১১টা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়। জরুরি বিভাগের গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া কানেটিকাটে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তুষারপাতের কারণে দেশজুড়ে সাড়ে ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে যা দেশটির ইতিহাসে এক রেকর্ড সৃষ্টি করেছে।
তুষার ঝড়ের পারিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। জরুরি অবস্থা ঘোষণার আগে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য দোকানগুলোতে লোকজনকে ভিড় দেখা গেছে। কোথাও কোথাও তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি লেগে যায় লোকজনের মধ্যে।
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে তুষার ঝড়ের পাশাপাশি বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সুমনা