রাজধানীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশঃ মে ৮, ২০১৭ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

রাজধানীর তুরাগ এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই-এর অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিক উন নবী তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

সাইদুর রহমান রুবেল জানান, রাজধানীর তুরাগে পণ্যের পরিচিতিমূলক তথ্য ছাড়া পণ্য বিক্রয় করায় “মাহা ড্রিংকিং ওয়াটার” এর ব্যাবস্থাপক মোঃ আশরাফুলকে ৫০ হাজার টাকা জরিমানা, একই অপরাধে “সাকুরা পানি ড্রিংকিং ওয়াটার” এর ব্যাবস্থাপক মোঃ নাজমুল হককে ৩০ হাজার টাকা জরিমানা, “জম জম পানি” এর ব্যাবস্থাপক মোঃ আল-মামুনকে ২০ হাজার টাকা জরিমানা, “প্রাইম পিয়র ড্রিংকিং ওয়াটার” এর ব্যাবস্থাপক মোঃ আব্দুর মালেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং “এএসকে ট্রেডিং সালসাভির ড্রিংকিং ওয়াটার” এর ব্যাবস্থাপক মোঃ আক্তারুজ্জামানকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই-এর ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিক উন নবী তালুকদার ।

ভেজাল বিরোধী এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G