রাজধানীতে বসছে ২৩০ সিসি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পুলিশ ও নাগরিকদের যৌথ উদ্যোগে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনে ফেব্রুয়ারির মধ্যেই বসছে প্রায় ২৩০ সিসি ক্যামেরা। এর ফলে অপরাধ দমন সহজ হবে ।
প্রসঙ্গত, ৭ বছর আগে ৬৫ কোটি টাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল পুলিশ। তবে আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটি এতদিনেও কার্যকর হয়নি। এই ব্যর্থতার মধ্যেই আবার নাগরিক উদ্যোগে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ১৬টি। স্মার্টফোন ব্যবহার করেও দেখা যাবে কোথায় কী হচ্ছে। আর এগুলো তদারকির দায়িত্বে থাকছে পুলিশ।
পুলিশ ও নাগরিক উদ্যোক্তারা জানান, অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে পরিচালিত এসব ক্যামেরার মাধ্যমে খুব সহজেই অপরাধী এবং নির্দিষ্ট নম্বর প্লেটের গাড়ি শনাক্ত করা যাবে। আর এই উদ্যোগ সফল হলে পরের ধাপে আরো ৪৬৫টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিক্ষণ/এডি/সুমন