রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর রোডে ‘মিউজিক প্লাস’ নামক একটি বাদ্যযন্ত্র বিক্রির দোকানে একদল ভাড়াটে সন্ত্রাসী ভাংচুর ও সর্বস্ব লুটপাট করেছে । সন্ত্রাসী বাহিনীরা নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন ‘মিউজিক প্লাসের মালিক রতন কুমার রায়।
রাজধানীর সায়েন্স ল্যাবেরটরী মোড়ের ওই দোকানে ভাংচুর ও বাদ্যযন্ত্র লুটের বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করলে তারা অভিযোগ গ্রহন করেনি। এমনকি নাকচ করেছেন সাধারণ ডায়েরি নিতেও।
১৫ দিন পর গেলো বৃহস্পতিবার মহানগর আদালত অভিযোগটি আমলে নিয়ে কয়েকজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। ঘটনা সুত্রে জানা যায়, জোর পূর্বক দোকান উচ্ছেদের উদ্দেশ্য করে মালিক পক্ষ মাসুম বিল্লাহ এই তান্ডব চালায়। এবং মিউজিক প্লাস এর মালিক রতন কুমার রায়কে প্রান নাশের হুমকি দেয়া হয় এবং কটাক্ষ করে বলা হয় “তোরা হিন্দু এদেশে কি? যা ইন্ডিয়া চলে যা।”
ঘটনা স্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানায়, মাসুম বিল্লাহ দোকান ভাড়ার কথা বলে আরো দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ২০লক্ষ টাকা আত্বসাৎ করে। তাই সে জোর পূর্বক ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এই নিঃসংশ হামলা চালায়, আহত হয় দোকানে থাকা স্টাফরা। মিউজিক প্লাস এর মালিক রতন কুমার রায় জানায়, ৮ বছর যাবত দোকনটি ভাড়া নিয়ে বাদ্যযন্ত্রের ব্যবসা করছেন তিনি। প্রতি মাসে তাদের চুক্তিমতে ভারা পরিশোধ করা হত তাদের চাহিদা অনুযায়ী দ্বিগুন ভাড়াও গুনতে হয়, মাঝখানে কোন কারন না দেখিয়ে দোকান ছাড়ার নোটিশ পাঠায় মালিক পক্ষ।
পরবর্তীতে তাদের সাথে আলোচনায় বসতে চাইলে অসম্মতি প্রকাশ করে তারা বিভিন্ন অযুহাতে সময় নেয়, হঠাৎ একদিন দুপুর ২টায় তারা এই লুটপাট চালায় ধ্বংস করে দেয় সব।
এখনো বিভিন্ন সন্ত্রাসী মহল তাকে প্রান নাশের হুমকি দিচ্ছে, সর্বস্ব হারিয়ে রতন কুমার রায়ের এখন সরকারের কাছে একটাই দাবী সুষ্ঠ বিচার ও তার হারানো দোকানটি ফিরে পাওয়া।
প্রতিক্ষণ/এডি/তাফসির