রাজধানীতে শিবিরের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে রাজধানীর দিলকুশায় ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। এসময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
জানা যায়, দিলকুশার ইউসিবিএল ব্যাংকের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ১৫-১৬ জন শিবিরকর্মী ঝটিকা মিছিল থেকে পানিবাহী একটি ট্রাক লক্ষ্য করে একটি এবং রাস্তায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী ও প্যাট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার আহসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিক্ষণকে জানায়, ককটেল নয়, আতঙ্ক সৃষ্টির জন্য পটকাজাতীয় দ্রব্য বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে পুলিশ আসার আগেই মিছিলকারীরা সটকে পড়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।