রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নিজেস্ব প্রতিবেদক
কয়েক দিনের প্রচণ্ড গরমের পর শনিবার সকালে রাজধানীতে হঠাৎ বৃষ্টি হওয়ার ফলে মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। সোয়া ৮টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে চারিদিক অন্ধকার হয়ে আসে। সড়কে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ‘পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি মহারাষ্ট্র এর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ গুজরাট, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা হয়ে গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ুবাংলাদেশের দক্ষিণাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তরাংশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।’
আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী দুইদিন এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
প্রতিক্ষণ/এডি/এফজে