রাজধানীতে ৭ গাড়িতে দুর্বৃত্তদের আগুন

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫২ পূর্বাহ্ণ

ATN-Cir-460বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে রাজধানীর পৃথক পৃথক স্থানে বুধবার ৭ টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত ৯ টার দিকে আদাবরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন বাসের ভেতর ছড়িয়ে পড়ার আগেই চালক এবং যাত্রীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, বাসে আগুন দেয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কিন্তু দুর্বৃত্তদের অপচেষ্টা সফল হয়নি।

নীলক্ষেত মোড় ও আজিমপুরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরমধ্যে নিউ পরিবহন নামে একটি বাস রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুপুর ১টার দিকে গুলিস্তান কমপ্লেক্সের সামনে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, দুপুরে ধানমন্ডিতে একটি পাজারো গাড়ি ও একটি প্রাইভেটকার এবং ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে একুশে পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার পরির্দশক শাহজাদি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষন/এডি/বাবল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G