রাজধানীতে ৩ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টা হরতাল চলাকালে রাজধানীতে ৩টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এসময় আরো কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে ফুলবাড়িয়া ও রায়েরবাগে এ অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে ফুলবাড়িয়া টার্মিনালে পার্ক করে রাখা ঢাকা-দোহার ও ঢাকা মাওয়া রুটে চলাচলকারী নগর পরিবহনের দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে হরতাল-অবরোধ সমর্থকরা।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
এসময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এছাড়া, সকাল সাড়ে ৯ টার দিকে যাত্রাবাড়ি থানার রায়েরবাগস্থ পুনম সিনেমা হলের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি ভাঙচুর করে হরতাল-অবরোধ সমর্থকরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অবরোধ ও হরতাল সমর্থকরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে বিআরটিসির বাসটির আগুন নেভাতে সক্ষম হয়।
যাত্রাবাড়ি থানার ওয়ারলেস অপারেটর দুলাল আহমেদ প্রতিক্ষণকে জানান, সকালে রায়েরবাগে বাসে আগুন দেওয়ার কথা শুনেছি। তবে ফায়ার সার্ভিসের লোকজন এসে তা নিভিয়ে ফেলেছে।
প্রতিক্ষণ/এডি/রবি