রাজধানীর নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

পরিকল্পনাআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ঈদের ছুটির সুযোগে অপরাধীরা নানা অপরাধ করেন। পুলিশের কঠোর নজরদারির কারণে গতবছর ছুটির সময় তেমন কোনো অপরাধ হয়নি বলে দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে কোথায় কোথায় সিসি ক্যামেরা অচল রয়েছে, সেগুলো সচল করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে জানানো হয়েছে। এছাড়া এলাকা ভিত্তিক নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাঁকা রাজধানীতে নানা ধরনের অপরাধ বেড়ে যায়। বিশেষ করে বাসা বাড়িতে চুরি, ডাকাতির মতো ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের অপরাধ যাতে না হয় সেজন্য র‌্যাব, পুলিশ, আনসার ও বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ প্রসঙ্গে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খাঁন বলেন, রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। ছুটির পুরো সময়টাতে রাজধানীতে যাতে কোনো ধরনের অপরাধ না ঘটে সেজন্য তৎপর থাকবে র‌্যাব।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G