রাজনীতিকরা অসুস্থ, তাদের চিকিৎসা জরুরি: এরশাদ

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ersad 3বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিকরা অসুস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার রাজধানীর ভাটারার নতুনবাজারে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির ঢাকা মহানগর (উত্তর) কতৃক সমাবেশটি আয়ােজন করা হয়।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এক অসুস্থ রাজনীতি। রাজনীতিকরাও অসুস্থ, তাদের চিকিৎসা জরুরি।’

জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।

এরশাদ আরও বলেন, ‘সরকার শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। সরকারের প্রতিনিধিরা সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, সহিংসতাকারীদের গালি দিচ্ছে। অথচ ক্ষতিগ্রস্থ মানুষের আর্তনাদ তাদের স্পর্শ করছে না। তাদের একটাই লক্ষ ক্ষমতায় টিকে থাকা।’

দেশ এখন দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছে জানিয়ে এরশাদ বলেন, ‘এই অবস্থা থেকে মানুষ এখন বাঁচতে চায়। দুই দলের অপ রাজনীতির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে।’

প্রতিক্ষণ /এডি/পলাশ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G