রাজনীতিতে ৫ বছরের জন্য নিষিদ্ধ ইংলাক
আন্ত্রজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অবশেষে আগামী পাঁচ বছরের জন্যে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো।
২৩ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা দেয়ার কিছুক্ষণের মধ্যেই কুশলীদের এ রায় প্রচারিত হয়। বিতর্কিত ধান-দুর্নীতির সূত্র ধরেই তার বিরুদ্ধে এ রায় প্রদান করেছে থাই আদালত।
শুক্রবার, থাইল্যান্ডের সামরিক বাহিনী সমর্থিত আইনসভায় কুশলীদের এক হাঁ/না ভোটে ইংলাকের বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
জানা যায়, উপস্থিত ২১৯ কুশলীর মধ্যে ১৯০ জনের ভোটই পড়েছে ইংলাকের বিরুদ্ধে। থাইল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে এ সংবাদ ফলাও করে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, থাই সরকারের দেশীয় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে ধান কেনার বিষয়টি প্রমাণিত হয়েছে। -ওয়েবসাইট
প্রতিক্ষণ/এডি/লতা