রাজনীতি নয়, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি: বেনজির
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, আমরা রাজনীতি বা রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমরা খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি।
সোমবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বেনজির আহমেদ এসব কথা বলেন।
এই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডলসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলছেন, ‘সেদিন আমরা কোনো রাজনীতি নিয়ে কিংবা রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলিনি। কথা বলেছি- সন্ত্রাস, খুন ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে। এসব রাজনীতি হয় কীভাবে? এখন সেটি যদি কোনো রাজনৈতিক দল কিছু মনে করে থাকে তাহলে হবে না।’
প্রেস ব্রিফিংয়ে বেনজির বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের ওপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলে মানুষের জানমাল রক্ষা করা নৈতিক কর্তব্য ও দায়িত্ব। এখন যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে, রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ ধ্বংস করছে তারাতো সন্ত্রাসী। এসব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললেও তো কারো মাথা ব্যাথা হওয়ার কথা নয়।’
এরআগে শুক্রবার রংপুরের মিঠাপুকুরে র্যাবের ডিজি ও পুলিশের আইজির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার ২০ দলীয় জোট এক প্রতিক্রিয়ায় বলেছিল, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মচারীর রাজনৈতিক খায়েশ আছে তারা যেন উর্দি খুলে রাজনীতির মাঠে নামেন।’
র্যাবের ডিজি বলেন, ‘দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে রাজনীতির নামে কতিপয় অপশক্তি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অত্যন্ত নির্মমভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে। তারা দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। তাদের এই অপতৎপরতা রুখে দেয়া এবং স্তব্ধ করাটাই এখন আমাদের মূল কাজ।’
সম্বন্বিত প্রচেষ্টার ফলে দেশে নাশকতা কমবে উল্লেখ করে র্যাবপ্রধান বলেন, ‘দেশে যে অপশক্তির অপতৎপরতা চলছে সেটি স্তব্ধ করতে হলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চিয়তা দিতে র্যাব কাজ করছে। এক্ষেত্রে চট্টগ্রামের সিভিল প্রশাসনসহ পুলিশ ও বিজিবি সম্বনিতভাবে কাজ করবে।’
মহাসড়কের নিরাপত্তা প্রসঙ্গে বেনজির বলেন, ‘চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে শুরু থেকেই র্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কট দিয়ে যানবাহন পৌঁছে দিচ্ছে। ব্যবসায়ীদের যদি আরো ফোর্স লাগে আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখবো। এমনকি যদি একজন কৃষকও তার পণ্য পরিবহনের জন্য র্যাবের সহযোগিতা চান সেটি আমরা করবো।’
এরআগে রোববার সকালে চট্টগ্রামে পৌঁছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে চলমান নাশকতা রুখতে রুদ্ধদার বৈঠক করেন র্যাব মহা-পরিচালক বেনজির আহমেদ। বৈঠকে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, র্যাব-৭ এর পরিচালক লে.কর্নেল মিফতাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।
বৈঠক প্রসঙ্গে বেনজির আহমেদ বলেন, ‘র্যাবের একটি বিশেষ প্রকল্পের আওতায় চট্টগ্রাম র্যাব কার্যালয় পরিদর্শন করেছি। এখানে এসে চলমান নাশকতা মোকাবিলায় বিভিন্ন আইন-শৃংখলা বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। পাশাপাশি চট্টগ্রামের সিভিল প্রশাসনের প্রধানদের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে।’
নাশকতাকারীদের ধরতে র্যাব বিশেষ কোনো অভিযানে নেই জানিয়ে তিনি বলেন, ‘র্যাব আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার অর্পিত দায়িত্ব পালন করবে। গ্রেপ্তার অভিযানও স্বাভাবিক নিয়মে হবে। বিশেষ কোনো অভিযানের প্রয়োজন নেই।’
প্রতিক্ষণ /এডি/আজম