রাজনৈতিক সন্ত্রাসের কারণে কমছে প্রবৃদ্ধি

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

abulরাজনৈতিক ও সামাজিক সন্ত্রাসের কারণে প্রবৃদ্ধি কমছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজনৈতিক অস্থিরতার কারণে ১ শতাংশ প্রবৃদ্ধি এবং সামাজিক সন্ত্রাসের (দুর্নীতি) কারণে ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয় না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে স্থানীয় পরামর্শক গ্রুপের(এলসিজি) সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এসময় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, আইসিটি খাতের ওপর জোর দিলে দেশে ২ থেকে ৩ শতাংশ দুর্নীতি কমে যাবে। দুর্নীতি কমাতে আমরা আইসিটির ওপর জোর দিচ্ছি। কারণ নির্বাচনী ইশতেহারে শ্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ব। সুতরাং আমরা এই খাতকে গুরুত্ব দিচ্ছি।

মুহিত বলেন, বর্তমানে দেশে আর্থিকখাতগুলোতে বিপর্যয় চলছে। এটি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির এক ভাগের বেশি ক্ষতি হয়েছে। আর পদ্ধতিগত দুর্নীতি না থাকলে জিডিপির প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ বেড়ে যেতো বলেও মন্তব্য করেন তিনি।
প্রাইভেটখাতে বিনিয়োগ বাড়াতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ খাতে কেন বিনিয়োগ বাড়ছে না তা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় রাজনৈতিক অস্থিরতা একটা বড় সমস্যা।

বৈঠকে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, কাউন্সিলর ডেভেলপমেন্ট কো-অপারেশন ফর সাউথ এশিয়া, অস্ট্রেলিয়ান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সিডা, ডেনমার্ক সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান সরকারের পক্ষে প্রতিনিধি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কোরিয়া, নেদারল্যান্ড নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের পক্ষে বাংলাদেশ প্রতিনিধি, ইউনাইটেড নেশনস’র পক্ষে আবাসিক সমন্বয়কারী, ইউনাইটেড স্টেটস’র পক্ষে সহকারী মিশন পরিচালকসহ দাতাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G