রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

mmary_mediumরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য দফতরে বহিরাগতরা ঢুকে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করা ও এ রকম স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিভাগের সামনে তারা এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ, সহযোগী অধ্যাপক খাদেমুল ইসলাম, মশিহুর রহমান, ড. মুসতাক আহমেদ, সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল, এ বি এম সাইফুল ইসলামসহ বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একই দিন ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ।

গত ১৫ ও ১৬ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে ঢুকে রাজশাহী-১ আসনের সরকার দলীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার কর্র্র্র্তৃক উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

প্রতিক্ষণ/রিন্টু/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G