রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশঃ মে ১৩, ২০১৭ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) প্রধান ও তার এক সহযোগী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাখালগাছি পদ্মার চরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে লালন (৩০) ও পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের শফি মুন্সীর ছেলে বাপ্পী (৩৫)।

র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রউচ উদ্দিন জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির প্রধান বাপ্পী তার সহযোগীদের নিয়ে রাখালগাছি চরে বৈঠক করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চরমপন্থি সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে বাপ্পী ও লালনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G