রাজস্ব আদায় বাজেটের বড় চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক :
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে আশঙ্কা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শুক্রবার মহাখালীর ব্রাক সেন্টারে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন সিপিডির বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বাজেট পরবর্তী বক্তব্যে তিনি বলেন, আমরা মনে করি আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তা অনেকটা অনাদায়ী হবে। কারণ, বাজেটে আয়-ব্যয়ের যে প্রাক্কলন করা হয়েছে তা প্রকৃত হিসাবের ভিত্তিতে করা হয়নি, হয়েছে সংশোধিত বাজেটের ভিত্তিতে।
তিনি আরো বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বাজেট করা হয় তা সঠিকভাবে ব্যবহার করা হয় না। রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। ব্যয়ের প্রয়োজনীয়তার বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোন উৎস থেকে কত টাকা অর্জিত হবে তা জানালে বাজেটের বাস্তবতার বিষয়ে আমাদের আস্থা রাখাটা আরও সহজ হতো ।
চলতি অর্থবছরে বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এখনও ৬ শতাংশের বৃত্তে বন্দী দেশের জিডিপি। বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। এবার প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা ৭ শতাংশ। রাজস্ব আদায়ের লক্ষ্যও উচ্চাভিলাষী। প্রস্তাবিত বাজেট অনুযায়ী রাজস্ব আদায় বাড়াতে হবে ৩০.৬২ শতাংশ। অর্থাৎ, নতুন বছরে বেশি দিতে হবে ৪৫,০৭২ কোটি টাকার কর। যা হঠাৎ করে অনেকটা অবিশ্বাস্য ও লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে বলে আমরা মনে করি।
সংবাদ সম্মলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/নুর