রাতের ঢাকায় জমে উঠেছে ঈদ বাজার
জহির উদ্দিন মিশু
শুধু দিনে নয় রাতেও অনেকটা কর্মব্যস্ত থাকে রাজধানী ঢাকা। প্রায় দুই কোটি মানুষের শহরে রাতে জেগে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীবাসীকে টাটকা সবজিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে রাতভর কাজ করেন কয়েক হাজার শ্রমিক ও ব্যবসায়ী। রাতের ঢাকার সবচেয়ে কর্মব্যস্ত এলাকা কারওয়ান বাজার। কর্মব্যস্ত মানুষেরা জানান, আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৪ পর্যন্ত থাকে তাদের এই কর্মব্যস্ততা।
আর ঈদ এলেতো কথাই নাই। রাত-দিন চলে কেনাকাটা। বাংলাদেশের অন্যতম বড় শপিং মল বসুন্ধরা সিটিতে রাত ১টার সময় বহু ক্রেতার সমাগম দেখা যায়। কেউ কাঙ্খিত পণ্য কিনে বের হচ্ছেন, কেউবা তখনো খুঁজে বেড়াচ্ছেন পছন্দের পোশাক কিংবা গয়নাগাটি। যানজট এড়াতে রাতকেই তারা বেছে নিয়েছেন কেনাকাটার পছন্দের সময়। রাতে কেনাকাটার সুবিধা সম্পর্কে কয়েকজন ক্রেতা বলেন, রাতে চারিদিকে আলো থাকে। এখন একটা রিলাক্সের মুডেও থাকা হয়। রাতের মজা আলাদা বলে উল্লেখ করে ক্রেতারা বলেন, এসময় ভিড় কম থাকে। নিজের মনমতো কেনাকাটা করা যায়।
নিরিবিলিতে সুন্দরভাবে শপিং করা যায় বলেও স্বস্তির কথা জানান ক্রেতারা। তারা বলেন, এই টাইমটা একটু ফ্রি থাকে। এ জন্য কেনাকাটা করতেও ভালো লাগে।ঢাকা অসহনীয় জ্যামের হাত থেকে মুক্তি পাওয়া যায় রাতের ঢাকায়। কয়েকজন ক্রেতারা বলেন, রাস্তা ফাঁকা পাওয়া যায়। জ্যাম থাকে না।তবে পণ্যের দাম নিয়ে সন্তুষ্ট নয় অনেকে। কাপড় পছন্দ হলেও দামের সাথে মিলছে না বলে জানান কয়েকজন ক্রেতা। দুয়েকদিন পর থেকে সারারাতই খোলা থাকবে রাজধানীর শপিং মলগুলো।