‘রানা প্লাজার মতো দুর্ঘটনা যুক্তরাষ্ট্রেও ঘটে’

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Barnicatমার্কিন রাষ্ট্রদূত মার্শা  স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, রানা প্লাজার মতো  মর্মান্তিক দুর্ঘটনা কেবল যে বাংলাদেশেই ঘটে, তা নয় যুক্তরাষ্ট্রেও এমন দুর্ঘটনা ঘটেছিল।

বুধবার রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ বিবৃতিতে তিনি জানান, ১৯১১ সালের পঁচিশে মার্চ যুক্তরাষ্ট্রের ট্রায়াঙ্গেল শার্ট তৈরির কারখানায় আগুনে পুড়ে মারা গিয়েছিল ১৪৬ জন শ্রমিক।

বিবৃতিতে বার্নিকাট বলেন, ওই কারখানার মালিকেরা সিঁড়ি এবং বাইরে বের হওয়ার দরজাগুলো তালা দিয়ে বন্ধ করে রেখেছিল, যার ফলে অনেক শ্রমিকই আগুনে পুড়তে থাকা ভবনটি থেকে বের হতে পারেননি।

“জীবন বাঁচানোর জন্য নারী শ্রমিকরা যখন আট, নয় এবং দশ তলা থেকে লাফিয়ে পড়ছিলেন আর মৃত্যুবরণ করছিলেন দর্শকদের তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।”

দুই বছর আগে রানা প্লাজার ভবন ধসের ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, সেই দুর্ঘটনায় চাপা পড়ে মারা যায় শ্রমিকরা, সারা বিশ্বের নজর এসে পড়ে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে। মাত্র এক দিনেই বাংলাদেশ হারায় ১১০০-এর বেশি প্রাণ।

আজকে সেই সব শ্রমিকদের স্মরণ করছি এবং তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে এক হয়ে আমরাও শোক পালন করছি। আমরা যখন ভবিষ্যতের দিকে তাকাই, আমরা সেই বাংলাদেশকে দেখি, যার শ্রমিকেরা, কর্মকর্তারা, সরকার এবং বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড এবং আন্তর্জাতিক সহযোগীদের পাশাপাশি একসঙ্গে কাজ করছে, যাতে এ রকম ট্র্যাজেডি আর না ঘটে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। যার মধ্যে রয়েছে কারখানার নিরাপত্তা মানদণ্ড উন্নয়নের জন্য এবং আন্তর্জাতিক নারী শ্রমিক ইউনিয়নকে আরো শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন। ফ্রান্সেস পার্কিন্সের নেতৃত্বে জননিরাপত্তা-বিষয়ক একটি কমিটি গঠন করা হয়। এই পার্কিন্সই পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের প্রথম শ্রমমন্ত্রী হন।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G