রানা প্লাজা মামলার চার্জশিট আজ
নিজস্ব প্রতিবেদক :
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪২ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে আজ।
রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দু’টির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ৯তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে হাজারেরও বেশি শ্রমিক মারা যান। ভবন ধসের ঘটনায় রানা প্লাজার মালিক রানা ও তার বাবা-মাসহ মোট ৪২ জনের বিরুদ্ধে দুটি চার্জশিট দেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোহেল রানা, তার বাবা ও মা-সহ মোট ৪২ আসামির নাম উল্লেখ করে এই তদন্ত প্রতিবেদন দেয়া হচ্ছে বলে জানা গেছে ।
ভবন ধসে প্রাণহানির ঘটনার অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। পরে মামলাটিতে অপরাধজনক প্রাণনাশেরও অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
বিধি মেনে রানা প্লাজা নির্মাণ করা হয়নি- এমন অভিযোগে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। তদন্ত সংশ্লিষ্টরা জানান, এ মামলায় আনা অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।
তবে মামলা দু’টির আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিনে রয়েছেন।
প্রতিক্ষণ/এডি/নুর