২০১৩ সালে মুক্তি পায় সাজিদের ছবি ‘হিম্মতওয়ালা’। রানি জানিয়েছেন, সেই ছবির একটি ‘আইটেম’ নাচের দৃশ্যে অভিনয়ের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন সাজিদ। বাড়িতে ডেকে পাঠান আলোচনার জন্য।
পেশায় অভিনেত্রী, নামও রানি। তবে ইনি মুখোপাধ্যায় নয়, রানি চট্টোপাধ্যায়। ভোজপুরী ফিল্মের প্রথম সারির নায়িকা। খবরে এসেছেন বলিউডের পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে। তবে এই ঘটনার আগে এবং পরেও বহু বিতর্কে জড়িয়েছে তাঁর নাম।
ভোজপুরী ফিল্মের এই অভিনেত্রীর বয়স ৩২। যদিও ইতিমধ্যেই তিনি ৩০০ ছবিতে কাজ করে ফেলেছেন। পেয়েছেন দাদা সাহেব ফালকে ফাউন্ডেশনের পুরস্কার-সহ সেরা অভিনেত্রীর বহু সম্মানও।
রানির অভিনয় জীবন শুরু হয়েছিল ১৫ বছর বয়স থেকে। তখন ক্লাস টেনের ছাত্রী তিনি। মুম্বইয়ে থাকতেন। প্রথম ছবিতেই ভোজপুরী সুপারস্টার এবং অধুনা রাজনীতিবিদ মনোজ তিওয়ারিকে নায়ক হিসাবে পেয়েছিলেন। ছবি ‘ব্লকবাস্টার হিট’ ছিল।
সূত্র : ভারতীয় মিডিয়া