ক্রীড়া প্রতিবেদক
রানে নেই দেশ সেরা ব্যাটার মুশফিকুর রহিম। আসলে রানে না থাকায় সময়টা ভাল না তাঁর। টেষ্টে-ওডিআইতে ভাল করতে টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু টেষ্টেই বা তার ব্যাটে রান কোথায়? ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে অস্বস্তিকর ব্যাটিংয়ের পর চট্টগ্রাম টেস্টেও নিজের ছায়া হয়েই ছিলেন। দেশের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান মুশফিককে তাই মিরপুর টেস্টের জন্য বুধবার অনুশীলনের আগে ভিন্ন রূপে দেখা গেলো অভিজ্ঞ ব্যাটারকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতের অনুশীলন ছিল সকালে। বাংলাদেশের দুপুরের পর। কিন্তু মুশফিক সকাল ১০টা বাজতেই মাঠে হাজির। দলের আগে একাকি অনুশীলনের অভ্যাস তার পুরনো। এমনকি বাড়তি অনুশীলন করেই নিজেকে তৈরি করে থাকেন। সাম্প্রতিক সময়ে অবশ্য এসবের কোনও কিছুতেই রান মিলছে না।
এ বছর মে মাসে ঘরের মাঠে (মিরপুর) শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ইনিংসে অপরাজিত ১৭৫ রান এখনও স্মৃতি। সেই মুুশি চট্টগ্রাম টেস্টেই যেমন প্রথম ইনিংসে কুলদীপ যাদবের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে ২৮ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে বোল্ড হন অক্ষর প্যাটেলের বলে। ফর্মে ফিরতে মরিয়া মুশফিক রানে ফিরতে মরিয়।
কাল মিরপুর টেষ্টে কি তিনি শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৭৫ রানের সেই স্মৃতি ফেরাতে পারবেন?