রাবিতে তথ্য সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত সভা

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

_DSC1084রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যান্সডকের এসআরও মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যান্সডকের মহাপরিচালক জনাব মিজানুর রহমান।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য চৌধুরী সরওয়ার জাহান ও কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মুহম্মদ মিজানউদ্দিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর সবচেয়ে বেশী এমফিল ও পিএইচডি ডিগ্রীধারী শিক্ষার্থীরা বের হচ্ছে। এছাড়া অনেক ভাল মানের থিসিস গবেষণা হচ্ছে।

আমরা মেধাবী শিক্ষার্থীদের ও তাদের ফলাফলের কোন তালিকা করে রাখছি না। এমফিল ও পিএইচডি ফলাফলের তথ্যগুলো যদি আমরা ব্যান্সডকে রেখে দেই তাহলে আমরা সবসময় এই তথ্যগুলো সার্চ দিয়ে পাব।

ফলে আমরা সবসময় আপডেট থাকতে পরব। তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে সবসময় ব্যান্সডকের সাথে সংযুক্ত থাকতে হবে।

প্রতিক্ষন/এডি/নুর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G