রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০১৪-১৫ শুরু হয়েছে।
রাবি অ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
প্রফেসর নীলুফার সুলতানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. সাদেকুল আরেফিন মাতিন।
এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ করার সুযোগ রয়েছে। শরীরচর্চা তেমনি একটা বিষয়। যা শরীর মনকে সুস্থ রাখতে সাহায্য করে।
বক্তারা আরো বলেন, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন অনেক অগ্রসর। জাতীয় পর্যায়েও আমাদের অনেক সুনাম রযেছে । এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
প্রতিক্ষণ/এডি/নুর