রাবিতে সংস্কৃতি কর্মীদের গণঅনশন

প্রথম প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ৪:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৮ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

ru pic 2রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী সজীব ও তার সহযোগীদের বিচারের দাবিতে গণঅনশন শুরু করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপাচার্যের বাস ভবনের সামনে এ কর্মসূচী শুরু হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক কণিকা গোপের নেতৃত্বে সাংস্কৃতিক কর্মীরা অভিনয়, আবৃত্তি, গান ও বক্তব্যের মাধ্যমে গণঅনশন চালিয়ে যাচ্ছেন।

সাংস্কৃতিক কর্মী তারিকুল ইসলাম রোমিও বলেন, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, অধিকার আদায়ের আন্দোলন করতে এসেছি। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেয়া হবে ততক্ষণ অনশন কর্মসূচী চলবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে বাংলাদেশ গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী সজীব ও তার সহযোগীরা।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G