বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদীয়মান লেখকদের সংগঠন ছোটকাগজ ‘স্নান’র সপ্তম বর্ষপূর্তী।
দিনের শুরুতেই শনিবার বেলা ১১ টা বিশ্ববিদ্যালয় স্নানচত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
ছোট কাগজ স্নানসম্পাদক সুবিদ সাপোক্ষের পরিচালনায় র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু, বাংলা বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ প্রমুখ।
র্যালি শেষে স্নান চত্বরে’ চলে মুক্ত আড্ডা। এছাড়া একই স্থানে বিকেল ৫ টায় তুহিন ওয়াদুদের মুক্ত কথন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে লেখক তৈরীর উদ্যেশ্যে ‘স্নান’ তার যাত্রা শুরু করে। তারপর থেকে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে লেখা সংগ্রহ করে ছোটকাগজে প্রকাশ করে উদীয়মান লেখকদের লেখায় উৎসাহ প্রদান করে আসছে সংগঠনটি।
প্রতিক্ষণ/এডি/মেধা