রাবি প্রতিনিধি:
বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা এ কর্মসূচি পালন করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে এখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
রাবি ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাবি ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানা, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য সাইদুল ইসলাম রুবেল এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার।
সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট সাত দফা দাবির পক্ষে পুনরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ছাত্রলীগ।
প্রতিক্ষণ/রিন্টু/এডি/তপু