রাবির সমাজকর্ম বিভাগের সুবর্ণ জয়ন্তী

প্রথম প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

RUনানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু উৎসর্গ করার মনোভাব রাখতে হবে। সবসময় সরকারের মুখাপেক্ষী না থেকে শিক্ষকÑশিক্ষার্থীরা কোনো বিষয়ে উদ্যোগ নিলেই তা সম্পন্ন করা সম্ভব।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় নিজের উদ্যোগে বিভাগ খুলবে। সেটি যৌক্তিক মনে হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাতে সমর্থন দিবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান হতে হবে বিশ্বমানের। কারণ বিশ্ব শিক্ষার সাথে তাল মিলিয়ে না চলতে পারলে প্রতিযোগিতায় পাল্লা দেয়া সম্ভব নয়।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G