রাবির সমাবর্তন বর্জনের ঘোষণা সাদা দলের

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩১ অপরাহ্ণ

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-জামায়াতপন্থী সংগঠন হিসেবে পরিচিত জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ জানুয়ারির সমাবর্তন বর্জন করবেন সাদা দলের চার শতাধিক শিক্ষক।
তবে দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সাপেক্ষে তারিখ পুনর্নির্ধারণ করে সমাবর্তন আয়োজন করা হলে সেখানে তারা অংশগ্রহণ করবেন বলেও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সরকার বলেন, ‘বিরোধী জোটের আহ্বানে চলছে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। যার পরিপ্রেক্ষিতে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। এমন এক অবস্থায় অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের পক্ষে দেশের দূর-দূরান্ত থেকে এসে সমাবর্তনে অংশগ্রহণ দূরহ হয়ে পড়েছে।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সমাবর্তনের মতো একটি মহতি অনুষ্ঠান সার্বজনীন করার জন্য সাদা দলের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনকে অনুষ্ঠানের সময়সূচি পুনর্নির্ধারণ করার জন্য গত মঙ্গলবার অনুরোধ করা হয়েছিল।
কিন্তু তিনি পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে অনড় আছেন। এমতাবস্থায় দেশের সার্বিক অবস্থা এবং গ্রাজুয়েটদের অংশগ্রহণের অনিশ্চয়তার কথা বিবেচনা করে সাদা দলের শিক্ষকরা সমাবর্তন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মু. আজহার আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইতিমধ্যে সমাবর্তনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G