রাবি প্রতিনিধিঃ রাশেদ রিন্টু
রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের ২১তম অধিবেশন সোমবার সকাল ৯টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই দিন সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে।
সিনেটের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এই সভার চারটি অধিবেশনে শোকপ্রস্তাব, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেস প্রতিষ্ঠার প্রস্তাব এবং অন্যান্য কয়েকটি ইনস্টিটিউটের সংবিধান অনুমোদন, ২০১৪-২০১৫ সালের সংশোধিত বাজেট, ২০১৫-২০১৬ সালের প্রস্তাবিত বাজেট পেশ এবং বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হবে।
প্রতিক্ষণ/এডি/মেহেদী