রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) দ্বিতীয় বারের মতো সদস্য সংগ্রহ শুরু করেছে।
এবছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় ২৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
২০১৩ সালের ১৯ জুনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৬৬ জন সদস্য নিয়ে ক্যারিয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সংক্রান্ত সভা, সেমিনার, কর্মশালা, ক্যারিয়ার মেলা, ক্যারিয়ার উইকসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
দ্বিতীয় পর্যায়ে সদস্য সংগ্রহের সাক্ষাতকার বোর্ডে উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুমন, শরিফ আহম্মেদ, সালেক আহম্মেদ সজীব, তানভীর মাহমুদ, সালমা খাতুন, হামিম হোসেন, তারেক মাহমুদ, আশুতোষ দাস, কাজী মাহমুদ দ্বীপ প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নুর