রাবি শিক্ষাথীদের সড়ক অবরোধ

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

11169118_371486049712484_2090355373_nরাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করেছে নগরীর পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর কাটাখালী বাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বানেশ্বর রুটের বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে কাটাখালী এলাকায় যানজটের মধ্যে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৭০১) অতিক্রম করে পুনরায় সামনে থেকে পিছনের দিকে বিশ্ববিদ্যালয় বাসটিকে ধাক্কা দিলে বাসটি পড়ে যাওয়ার উপক্রম হয়।

ফলে শিক্ষার্থীরা ট্রাকটি ভাঙচুর করে। পরে কাটাখালী বাজারের পরিবহন শ্রমিকরা বাসটি আটক করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং বাসটির গ্লাস ভাংচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G